পুত্রের প্রতি লুকমান [আলাইহিস সালাম] এর অমূল্য উপদেশ





عَنِ الْحَسَنِ  أَنَّ لُقْمَانَ، قَالَ لابْنِهِ: يَا بُنَيَّ، حَمَلْتُ الْجَنْدَلَ وَالْحَدِيدَ وَكُلَّ شَيْءٍ ثَقِيلٍ، فَلَمْ أَجِدْ شَيْئًا هُوَ أَثْقَلَ مِنْ جَارِ السَّوْءِ، وَذُقْتُ الْمَرَارَ فَلَمْ أَذُقْ شَيْئًا هُوَ أَمَرَّ مِنَ الْفَقْرِ، يَا بُنَيَّ لا تُرْسِلْ رَسُولَكَ جَاهِلا، فَإِنْ لَمْ تَجِدْ حَكِيمًا، فَكُنْ رَسُولَ نَفْسِكَ، يَا بُنَيَّ، إِيَّاكَ وَالْكَذِبَ، فَإِنَّهُ شَهِيٌّ كَلَحْمِ الْعُصفُورِ عَمَّا قَلِيلٍ يَقْلِي صَاحِبَهُ، يَا بُنَيَّ، احْضُرِ الْجَنَائِزَ، وَلا تَحْضُرِ الْعُرْسَ، فَإِنَّ الْجَنَائِزَ تُذَكِّرُكَ الآخِرَةَ، وَالْعُرْسَ يُشْجِيكَ الدُّنْيَا، يَا بُنَيَّ، لا تَأْكُلْ شِبَعًا عَلَى شِبَعٍ، فَإِنَّكَ إِنْ تُلْقِهِ لِلْكَلْبِ خَيْرٌ مِنْ أَنْ تَأْكُلَهُ، يَا بُنَيَّ، لا تَكُنْ حُلْوًا فَتُبْلَعَ، وَلا مُرًّا فَتُلْفَظَ



হযরত হাসান বসরী [রহিমাহুল্লাহ] থেকে বর্ণিত। হযরত লুকমান [আলাইহিস সালাম] তার পুত্রকে বলেন-
হে আমার প্রিয় পুত্র!
@ আমি লোহা, পাথরসহ সব ধরনের ভারী বস্তু উত্তোলন করেছি কিন্তু মন্দ প্রতিবেশীর থেকে অধিক ভারী আর কোনো বস্তু পাইনি।
@ আমি অনেক তিক্ত বস্তুর স্বাধ আস্বাদন করেছি কিন্তু দারিদ্রতা থেকে অধিক তিক্ত আর কোনো বস্তু পাইনি।
@ হে প্রিয় পুত্র! মূর্খকে প্রতিনিধিরূপে কোথাও পাঠিও না। যদি বিজ্ঞ কোনো ব্যক্তিকে খুঁজে না পাও তবে নিজেই নিজের প্রতিনিধি হয়ে যাও।
@ হে প্রিয় পুত্র! মিথ্যা বলা থেকে দূরে থাকো। কেননা মিথ্যা যদিও চড়ুই পাখির গোস্তের মতো সুস্বাদু তবে তা খুব কম মানুষের পেটে হজম হয়।
@ হে প্রিয় পুত্র! তুমি জানাযায় অংশগ্রহণ করবে তবে বিবাহউৎসবে অংশ নিবে না। কেননা জানাযা তোমাকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিবে আর বিবাহউৎসব তোমার মাঝে দুনিয়ার লালসা উস্কে দিবে।
@ হে প্রিয় পুত্র! ভরা পেটে খাবে না। ভরা পেটে খাওয়া থেকে তা কুকুরকে খাওয়ানো অধিক উত্তম।
@ হে প্রিয় পুত্র! তুমি এমন মিষ্ট হয়ো না যাতে মানুষ তোমাকে খেয়ে ফেলে। আবার এমন তিক্ত হয়ো না যে, মানুষ তোমাকে উদগীরণ করে ফেলে দেয়।

[তথ্যসূত্র : শুআবুল ঈমান লিলবায়হাকী, বর্ণনা নং-৪৫৪০]

তারিখ : ২২/০৮/১৪৪০ হিজরী
২৯/০৪/২০১৯ ঈসায়ী
মঙ্গলবার

স্থান : মতিন মোল্লার বাড়ী
মুরাদপুর, জুরাইন, ঢাকা


No comments

Powered by Blogger.