ইসলামে স্বামী-স্ত্রী যৌনমিলনের কোনো নিষিদ্ধ সময় আছে কি?
ফতোয়া নং : ২
প্রশ্ন :
স্বামী-স্ত্রী মিলনের কোনো নিষিদ্ধ সময় আছে কি? যেমন আসর
ও মাগরীবের মধ্যবর্তী সময়, ফজর ও ইশরাকের মধ্যবর্তী সময়, দ্বিপ্রহর, চন্দ্রমাসের পনেরো
তারিখ এবং হিজরী মাসের শেষ তিন দিন ইত্যাদি । আমি কোনো এক গ্রন্থে পড়েছিলাম, এসময়গুলোতে
স্বামী-স্ত্রী মিলনের ফলে বাচ্চা হলে তার উপর বিরূপ প্রভাব পড়ে ।
উত্তর :
حامدًا
و مصلّيًا و مسلّمًا أما بعد
প্রশ্নে উল্লেখিত বিশ্বাস
সম্পূর্ণ মনগড়া, ফালতু এবং শরীআত বিরোধী । সুতরাং উপরোক্ত বক্তব্য বিশ্বাস করা এবং সে অনুসারে আমল করা জায়েয নয় । স্ত্রীর হায়েয ও নেফাস ব্যতীত যেকোনো সময়ে স্বামী-স্ত্রীর
যৌনমিলন ইসলামে বৈধ ।
প্রমাণ :
1
قوله تعالى :
وَ
يَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ
وَ لَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ
أَمَرَكُمُ اللَّهُ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَ يُحِبُّ الْمُتَطَهِّرِينَ-
نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ وَ قَدِّمُوا لِأَنْفُسِكُمْ
وَ اتَّقُوا اللَّهَ وَ اعْلَمُوا أَنَّكُمْ مُلَاقُوهُ وَ بَشِّرِ الْمُؤْمِنِينَ
(سورة البقرة ، الآية : 222-223)
2 قوله
تعالى
وَ
الَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ- إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ
أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ (سورة المعارج، الآية : 29 30)
و
الله اعلم بالصواب
অনলাইন সূত্র : http://www.onlinefatawa.com/fatawa/view_scn/22138

No comments